Mamata Banerjee

Mamata Banerjee: বিজেপির ‘প্ল্যান বি’ কী ? বসিরহাটের সভামঞ্চ থেকে ষড়যন্ত্র ফ্যানস করলেন মমতা

ইউ এন লাইভ নিউজ: বছরের শুরু থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি হয়ে আছে উত্তাল। মঙ্গলবার বসিরহাটে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের ওই জনসভার মঞ্চ থেকেই বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস করলেন তিনি। মমতা দাবি করেছেন যে বিজেপির ‘প্ল্যান এ’ তে সন্দেশখালিকে টার্গেট করেছে, কিন্তু বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করেছে। এখন, তারা ‘প্ল্যান বি’ বাস্তবায়নের চেষ্টা করছে।

বিজেপির এই ‘প্ল্যান বি’ কী? মমতা তার বক্তৃতায় দাবি করেন, “ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালি। বাতিল হয়ে গিয়েছে। মা বোনেরাই বাতিল করে দিয়েছে।” তিনি আরও বলেন, “এখনও প্ল্যান বি জারি রয়েছে। ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা।” এরপরেই তিনি বেশ কয়েকটি ঘটনার উদ্ধৃতি দিয়েছেন যেখানে তিনি বিজেপিকে অশান্তি উসকে দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন।

তিনি জনগণকে বিজেপির ফাঁদে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান। এদিনও বিজেপিকে নিশানা করেছেন মমতা। পদ্ম শিবিরের বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগও এনেছেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, “ভোটের আগে চক্রান্ত করার জন্য কাউকে ২ হাজার টাকা, কাউকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁকে দিয়ে লিখিয়ে নিচ্ছে, চক্রান্ত করাচ্ছে।”

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সেই টাকা উদ্ধার করে। ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে অপসারণ করল নির্বাচন কমিশন। এই পদক্ষেপের সমালোচনা করে মমতা বলেন, “এই তো পার্টি অফিস থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে।” পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, “আর যে সেটা ধরল, তাকেই নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিল। কীভাবে চলছে আমাদের দেশটা!”