Dhanteras 2024

Dhanteras 2024: ধনতেরাসে কলকাতায় সোনা, রুপো কেনার শুভ সময় কোনটি? রইল তিথি

ইউ এন লাইভ নিউজ: ধন ত্রয়োদশীর দিনে মূলত কুবের দেবতার পুজো করা হয়। কার্তিক মাসের ধনত্রয়োদশীতে সোনা, রুপোর মতো শুভ জিনিস কেনার রীতি রয়েছে। মনে করা হয়, এই ধনত্রয়োদশীর দিনে ঘরে যা আনা হবে, তা ১৩ গুণ বৃদ্ধি পায়। পৌরাণিক কাহিনিতে বলা হয়, সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন ধন্বন্তরি, এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। সেই ধন্বন্তরির পুজোই করা হয় ধন ত্রয়োদশীতে। অনেকেই এই দিনে সোনা রুপোর মতো মূল্যবান জিনিস কিনে থাকেন। দেখে নেওয়া যাক, ২৯ অক্টোবর ধনত্রয়োদশীর দিনে আজ কোন সময়টি শুভ। ধনতেরাসের পুজোর শুভ মূহূর্ত শুরু হবে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৮ টা ১২ মিনিট পর্যন্ত। এই ১ ঘণ্টা ৪২ মিনিট রয়েছে পুজোর সময়। যম দীপ দান করাও এই ২৯ অক্টোবর হবে। প্রদোষকাল বিকেল ৫ টা ৩৭ মিনিটে থেকে সন্ধ্যা ৮ টা ১২ মিনিট পর্যন্ত থাকবে।

কলকাতায় ধনতেরাসের সোনা, রুপো কেনাকাটার শুভ সময়:- কলকাতায় সোনা ও রুপো কেনার শুভ সময় সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিট থেকে শুরু হবে আর তা চলবে সন্ধ্যা ৭ টা ৩৩ মিনিট পর্যন্ত।