rg kar

RG Kar: সঞ্জয়ের নার্কো টেস্ট এড়িয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে কী কারণ? এখানেই কী জট পাকিয়ে যাচ্ছে তদন্তকারীদের যাবতীয় সন্দেহ

ইউ এন লাইভ নিউজ: কী কারণে নারকো টেস্ট এড়িয়ে গেল সঞ্জয় রায়? নারকো টেস্ট হলে তার সমস্যা কী হতো? এই খানেই জট পাকিয়ে যাচ্ছে গোয়েন্দাদের যাবতীয় সন্দেহ। পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয়ের কিন্তু সেই টেস্টের পরেও গোয়েন্দাদের মনে হয়েছে, আসল তথ্যগুলো পেটের মধ্যে রেখে দেবার ব্যাপারে চূড়ান্ত দক্ষতা দেখিয়েছে সঞ্জয়। পলিগ্রাফ টেস্টের সময় অভিযুক্ত সম্পূর্ণ স্বাভাবিক জ্ঞানে থেকেই প্রশ্নের উত্তর দেয়। যন্ত্র শুধু ইঙ্গিত করে কথা বলার সময় তার স্নায়ু স্বাভাবিক নাকি অস্বাভাবিক আচরণ করছে। গোয়েন্দারা বুঝতে পারেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বলছে। ফলে তাদের তদন্তের গতিমুখ নির্দিষ্ট করা সহজ হয়। নারকো টেস্টেই একমাত্র অভিযুক্ত স্বাভাবিক জ্ঞানে থাকতে পারে না। জেরা শুরু করার আগে তাকে ইনজেকশন দেওয়া হয়। শরীরে ঢোকানো হয় সোডিয়াম পেন্টোথাল। ধীরে ধীরে ওই ব্যক্তির স্বাভাবিক চেতনা কমতে শুরু করে। নিজের মগজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আধো ঘুম-আধো জাগরণ পরিস্থিতিতে চলে যায় ওই ব্যক্তি। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিশেষজ্ঞরা বলেন, এই অবস্থায় কোনও ব্যক্তির পক্ষে বানিয়ে বানিয়ে কিছু বলা সম্ভব নয়। তাঁর মস্তিষ্কের তথ্য ভান্ডারে যা জমা আছে সেটাই বেরিয়ে আসে।

নারকো টেস্ট থেকে পাওয়া তথ্য আদালতে গৃহীত হয় না কিন্তু সেই তথ্য তদন্তের পথকে মসৃণ করে। এক কথায় তদন্তকারীরা উপযুক্ত দিশায় তাদের তদন্ত পরিচালিত করতে পারেন। এখন প্রশ্ন হলো, মস্তিষ্কের অতল গহ্বরে যেটা জমা আছে সেটাকে সেখানেই তালাবন্দি করে রাখতে চায় সঞ্জয়? তাই কি সে রাজি হলো না নারকো টেস্টের সম্মতি দিতে? নিয়ম অনুযায়ী, অভিযুক্ত যদি সম্মতি না দেয়, সেক্ষেত্রে আদালত নারকো টেস্টের ছাড়পত্র দেয় না। এখন প্রশ্ন হলো কেন এই নিয়ম? আগে অনুমতি ছাড়াই নারকো টেস্ট করা যেত কিন্তু ২০১০ সালের পর থেকে নিয়মে বদল আসে। সেই বছর সেলভি বনাম কর্ণাটক সরকারের এক মামলায় সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দেয়, সংবিধানের আর্টিকেল ২০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, জোর করে স্বীকারোক্তি করানো থেকে নিজেকে রক্ষার অধিকার আছে যে কোনও ব্যক্তির। নারকো টেস্টে ব্যক্তির শরীরের ওপর ওষুধের প্রভাব খাটানো এক ধরনের বল প্রয়োগের শামিল। সুতরাং অভিযুক্ত এর বিরোধিতা করলে সেই টেস্ট করা যাবে না। সুপ্রিম কোর্টের সেই রায়কে হাতিয়ার করেই নারকো টেস্ট এড়িয়ে গেল সঞ্জয়। স্বভাবতই গোয়েন্দাদের চিন্তায় ফেললো, কোন কোন তথ্য মগজের গর্ভগৃহে তালা দিয়ে রাখতে চাইছে সঞ্জয়?