নিউজ ডেস্ক : চলতি সপ্তাহ থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ শহর জুড়ে। ক্রমাগত পারদ নামতে উঠতে দেখা যাচ্ছে। তবে পাকাপাকি ভাবে শীত এখনও আসেনি। ভোর আর রাত ছাড়া ঠান্ডার মালুম মিলছে না। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কী পিছিয়ে দেবে শীতের আসা ?
শনিবার সকাল থেকেই আকাশে মেঘ ও রোদের খেলা চলছে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে মাঝে মাঝে। সঙ্গে বইছে উত্তরের হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ গিয়ে রোদের তাপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি সামনের সপ্তাহ থেকেই রাজ্যে শীতের আমেজ বাড়বে বলে আবারও জানাচ্ছে আবহাওয়া দফতর। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০.১° সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং,কালিম্পং-এর মত এলাকাগুলিতে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে।
কলকাতায় এই সপ্তাহের শুরুতে আসার কথা ছিল শীতের ,তার বদলে আসতে পারে বর্ষা এমনই আশঙ্খা আবহাওয়াবিদদের। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা দশই নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই ঝড় থেকে নিম্নচাপের আশঙ্খা প্রায় নেই বলে মনে করা হচ্ছে। কিন্তু এর প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতায় ও উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে।
আরও পড়ুন : মঙ্গলবার স্বাভাবিকের তুলনায় চলবে কম মেট্রো, জানুন বিস্তারিত
Leave a Reply