Rahul Gandhi: জন্মদিনে দাদা রাহুল-কে কি শুভেচ্ছা জানালেন বোন প্রিয়াঙ্কা?

ইউ এন লাইভ নিউজ: বুধবার ৫৪ বছরে পা দিলেন রাহুল গান্ধী। এদিন সামান্য আয়োজনেই ছিমছামভাবে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলে তিনি। কংগ্রেস নেতাদের পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে দাদাকে মিষ্টি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। দাদার জন্মদিনে তাঁর জন্য বোন লেখেন, ‘আমার মিষ্টি দাদা, জীবনের প্রতি তোমার অভিনব দর্শনই সবকিছু আরও উজ্জ্বল করে তোলে।’

বুধবার নিজের জন্মদিন কংগ্রেসের দলীয় দপ্তরেই পালন করেন রায়বরেলির সাংসদ। সকালে দলীয় কার্যালয়ে পৌঁছতেই রাহুলকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তারপর সেখানে রাখা কেক কেটে বর্ষীয়ান নেতাকেই প্রথম খাইয়ে দেন রাহুল। রাহুল গান্ধীর জন্মদিন উদযাপনে সামিল ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা-ও। তিনিও কেক খাইয়ে দেন দাদাকে। প্রিয় নেতার জন্মদিনে উপহার এনেছিলেন কংগ্রেস কর্মীরাও।

এদিন একাধিক নেতা জন্মদিনের শুভেচ্ছা জানান রাহুলকে। ‘এক্স’ হ্যান্ডেলে ট্যুইট করে খাড়গে বলেন, ‘ভারতীয় সংবিধানের আদর্শের প্রতি তোমার দায়বদ্ধতা আছে। তুমি অবহেলিতদের কণ্ঠস্বর হয়ে উঠেছ। এই গুণগুলোই তোমাকে অন্যদের থেকে অনন্য করে তুলেছে।’

কেবল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করেন, ‘মানুষের প্রতি তোমার দায়বদ্ধতাই অনেক এগিয়ে নিয়ে যাবে তোমাকে।’ সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের কনৌজের সাংসদ অখিলেশ যাদবও শুভেচ্ছা জানান রাহুল গান্ধীকে। কংগ্রেসের তরফ থেকে রাহুলকে বলা হয়, ‘যখন তোমাকে ঘৃণা করা হয়েছিল তখনও তুমি ভালোবাসার পথ বেছে নিয়েছিলে।’ তবে রাহুলের জন্মদিনের সেলিব্রেশনে হাজির ছিলেন না মা সোনিয়া গান্ধী।