Abhijit Bose: হোয়াটস্যাপ থেকে অফিসিয়ালি লগ আউট ভারতের হোয়াটসঅ্যাপ প্রধানের! কিন্তু কেন?

নিউজ ডেস্ক: অজিত মোহনের পর এবার অভিজিৎ বসু, রাজীব অগ্রবাল। বিশ্বের প্রথম সারির সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে ভারতীয় বংশোদ্ভূতদের ইস্তফা দেওয়ার ঘটনা অব্যাহত। ভারতের মেটা হেড অজিত মোহন পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন ভারতের হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বোস এবং মেটার পাবলিক পলিসির ডিরেক্টর রাজীব অগ্রবাল। ইতিমধ্যেই ভারতের হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বোসের পদত্যাগের পর হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেন, ভারতে হোয়াটসঅ্যাপের প্রণয়ন-পদ্ধতি এবং এর মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে অভিজিতের অবদান অনস্বীকার্য।

এদিকে অভিজিৎ কোম্পানি ছাড়ার পরে ভারতে হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে এসেছেন প্রাক্তন টেলিভিশন সাংবাদিক শিবনাথ ঠুকরাল। ২০১৭ সাল থেকে তিনি মেটায় পাবলিক পলিসি দলের সদস্য ছিলেন। নতুন পদে ঠাকুরাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস্যাপের পাবলিক পলিসি বিভাগের নেতৃত্ব দেবেন, এমনটাই জানিয়েছেন ভারতে মেটার এক শীর্ষ আধিকারিক মনীশ চোপরা।

কেন এই পদত্যাগ?

লিংকেডিনে অভিজিৎ এক দীর্ঘ ব্যাখ্যাপত্র লিখেছেন। তিনি বলছেন দীর্ঘ চার বছরের দারুণ একটা অভিজ্ঞতার পর এরকম একটা সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে বেশ কঠিনই ছিল। বিশ্বের অন্যতম বিস্ময় এই হোয়াটসঅ্যাপ। আমি যার একটা ছোট্ট অংশ ছিলাম। ফলে এটা আমার পক্ষে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এই কাজের অভিজ্ঞতা আগামী দিনেও তাঁকে সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন তিনি। তবে আমি আমার পরের প্রজেক্ট নিয়েও খুব উত্তেজিত। আমি মনে করি এর পরের পাঁচ বছর ভারতের জন্য খুবই বিশেষ হতে চলেছে।

এখনো পর্যন্ত ভারতে মোট বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ – হোয়াটস্যাপের গ্রাহক সংখ্যা হল ৫৬.৩ কোটি।

আরও পড়ুন : ১০০০ কোটির দেনার বোঝা, দুশ্চিন্তায় মহারাজা

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *