ইউ এন লাইভ নিউজ: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে কি আদৌ পৌঁছতে পারবে ইংল্যান্ড? গতবারের চ্যাম্পিয়নদের নিয়ে উঠেছিল সেই প্রশ্ন। কিন্তু শুক্রবার ওমানকে হারিয়ে ফের সুপার এইটের লড়াইয়ে ফিরে এল ইংল্যান্ড। অন্যদিকে, পাপুয়া নিউ গিনিকে পরাজিত করে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করল আফগানিস্তান।
২০২২ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে আছে। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা ছিল চতুর্থ স্থানে। এমতাবস্থায় দুই ম্যাচে পাঁচ পয়েন্ট পেলেও সুপার এইটে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল ইংল্যান্ডের। তবে শুক্রবার ওমানকে দুরমুশ করে ফের লড়াইয়ে ফিরে এলেন জস বাটলাররা। প্রথমে বল করতে নেমে ওমানকে মাত্র ৪৭ রানে অলআউট করে দেয় ইংল্যান্ডে। মাত্র ১১ রান দিয়ে বিপক্ষের চারটি উইকেট তুলে নেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
রান তাড়া করতে নেমে ওমানের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করে ইংল্যান্ডের ‘বাজবল’। মাত্র ৩.১ ওভারে দুই উইকেট খুইয়ে ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড। মাত্র ৮ বলে ২৪ রান হাঁকান অধিনায়ক বাটলার। ৩ বলে ১২ রান করেন ফিল সল্টও। দাপুটে জয় পেয়ে নেট রান রেট অনেকটাই বেড়ে গেল ইংল্যান্ডের। ফলে প্রথম থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও সুপার এইটের পথেও খানিকটা এগিয়ে গেল তারা।
অন্যদিকে, পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলল আফগানিস্তান। টসে জিতে বোলিং নেন আফগান অধিনায়ক রশিদ খান। মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। ১৫.১ ওভারে ১০১ রান তোলে আফগান বাহিনী। ৪৯ রান করে অপরাজিত থাকেন গুলবদিন নাইব। এখন গ্রুপ ‘সি’-র শীর্ষে থেকে সুপার এইটে যাওয়া কার্যত নিশ্চিত তাদের।
Leave a Reply