Modi Cabinet: নরেন্দ্র মোদির ক্যাবিনেটে স্থান পেলেন কারা?

ইউ এন লাইভ নিউজ: তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদি। আজ অর্থাৎ ৯ জুন রাষ্ট্রপতি ভবনে মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন মোদি ক্যাবিনেটের মন্ত্রীরা। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩০জন। মোট শপথ নেন ৭২জন মন্ত্রী। মন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার রাষ্ট্রপতি ভবনে বিজেপি এবং এনডিএ-র অন্যান্য শরিক দলের তরফ থেকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গডকরি, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, মনোহর লাল খট্টর, এইচ ডি কুমারস্বামী, পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জীতন রাম মাজি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, কে রামমোহন নাইডু, প্রহ্লাদ যোশী, জুয়েল ওঁরাও, গীরীরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যিতিরাদিত্য সিন্ধিয়া, গজেন্দ্র সিং শেখওয়াত, কিরণ রিজেজু, হারদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, জি কিষণ রেড্ডি, অন্নপূর্ণা দেবী, চিরাগ পাসওয়ান, ইন্দ্রজিৎ সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও জি যাদব, জয়ন্ত চৌধুরী, জিতেন প্রসাদ, শ্রীপাদ জে নায়েক, জিতেন্দ্র সিং, কৃষণ পাল, সি আর পাটিল, রামদাস আঠোলে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, ভূপেন্দ্র যাদব, অনুপ্রিয়া পাটিল, ভি সোমন্না, চন্দ্রশেখর প্রেমাসানী, এস পি সিং বাঘেল, শোভা করণ রাজে, কীর্তি বর্ধন সিং, পি এল বর্মা প্রমুখরা।

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *