ইউ এন লাইভ নিউজ: এ যেন একেবারে ভগবানের আসন ধরেই টান মারা!! কে সেরা, শ্যেন ওয়ার্ন নাকি রবিচন্দ্রন অশ্বিন? এই প্রশ্নই উঠছে এখন। অনেকেই বলবেন, এনিয়ে কোনও বিতর্কের অবকাশ কী আছে? বাস্তব হল, অবশ্যই আছে। চেন্নাই টেস্টে অশ্বিনের বিস্ময়কর সাফল্যের পর এখন অনেকেই এই তুলনা টেনে আনছেন। তাদের বক্তব্য, চোখ বুঁজে রায় ঘোষণার আগে, একবার তাদের পারফরমেন্সের উপর চোখ বুলিয়ে নেওয়া উচিত। কারণ পারফরমেন্সই হল একমাত্র মাপকাঠি, যার নিক্তিতেই নির্ধারিত হয় সেরা হওয়ার প্রশ্নে কার পাল্লা ভারি। ক্রিকেটের ধ্রুপদী ফর্ম্যাট হিসাবে চিহ্নিত টেস্ট ক্রিকেটে কিংবদন্তি লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন খেলেছেন মোট ১৪৫টি টেস্ট। অন্যদিকে এখনও পর্যন্ত ১০১ টি টেস্ট খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ম্যাচে একশ’র মাইলস্টোন টপকানোর পর দুই স্পিনারের পারফরমেন্সের তুলনাটা এবার দেখে নেওয়া যাক।
১০১ টেস্টে উইকেট সংখ্যা
শ্যেন ওয়ার্ন: ৪৫০
রবিচন্দ্রন অশ্বিন: ৫২২
এক ইনিংসে পাঁচ ইউকেট
শ্যেন ওয়ার্ন: ২১ বার
অশ্বিন: ৩৭ বার
এক টেস্ট ম্যাচে ১০ উইকেট
শ্যেন: ৫ বার
অশ্বিন: ৮ বার
দু’জনের বোলিং এভারেজ
শ্যেন: ২৬.৫২
অশ্বিন: ২৩.৭
ব্যাটিংয়ের তুলনা
শ্যেন: টেস্টে মোট রান ২০৯১
অশ্বিন: ১০১টি টেস্ট ৩৪২২ রান
জীবনে মোট ১৪৫ টি টেস্ট ম্যাচ খেলে শ্যেন ওয়ার্ন পেয়েছেন ৭০৮ টি উইকেট। এদিকে অশ্বিন এখনও পর্যন্ত খেলেছেন ১০১ টি টেস্ট। মোট উইকেট সংখ্যায় তিনি এখন ১৮৬ উইকেট দূরে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে করেন আশ্বিনের জন্য ১৪৫ টি টেস্ট দরকার হবে না, তার আগেই শ্যেনকে টপকে যাবেন অশ্বিন। যদিও এই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যত।