মার্সিডিজে চেপে গরিব মানুষদের জন্য বরাদ্দ গম তুলল কে? আসল সত্য এল সামনে

নিউজ ডেস্ক: পাঞ্জাবের হোশিয়ারপুরে ঘটে গেল এক আজব ঘটনা। সরকারী প্রকল্পে বিনামূল্যে দেওয়া হয় রেশন। গম দেওয়া হয়, প্রতি কেজি ২টাকা দরে। আর সেই বিনামূল্যের সুবিধা পেতে মার্সিডিজ চেপে এলেন এক ব্যাক্তি।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মার্সিডিজের পিছনে বোঝাই করতে থাকেন বস্তা বস্তা বিনামূল্যের আটা, গম। ভিডিও ভাইরাল হতে, নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ভিডিওটি। বেশিরভাগ লোকই মনে করছেন, সরকার গরিব লোকেদের জন্য রেশনের যে সুবিধা দিচ্ছে, অর্থনৈতিক ভাবে স্বচ্ছল লোকেরা তার অপব্যবহার করছে অন্যায় ভাবে।

পাঞ্জাব সরকার এই বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন খাদ্য সরবরাহ বিভাগকে। বিভাগের কর্মকর্তারা ডিপো হোল্ডারের কাছে গিয়ে ঘটনাটির খোঁজখবর নেন।

আরও পড়ুন: রজনীকান্ত, মণিরত্নমকে দেখে কী করলেন ঐশ্বর্য রাই বচ্চন!

মার্সিডিজে দেখতে পাওয়া লোকটির নাম রমেশ কুমার সাইনি, হোশিয়ারপুরের আজজোয়াল রোডের বাসিন্দা। তাঁর ছেলে অনুপ সাইনি জানান, রমেশ একজন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতেন। একটি দুর্ঘটনায় তাঁর চোট লাগায় তাঁর চাকরি চলে যায়। অনুপ পেশায় ফটোগ্রাফার। ভাড়ায় দোকান নিয়ে স্টুডিও চালায় অনুপ। অনুপ বলেন, তাঁরা লাক্সারি জীবনযাত্রার কথা ভাবতেও পারেননা। যে গাড়ি নিয়ে এত বিতর্ক, সেই মার্সিডিজ তাঁদের নয়। গাড়িটি তাঁদের এনআরআই আত্মীয়ের। গাড়ির মালিক থাকেন আমেরিকায়। প্রতি দেড় বছর অন্তর একবার পাঞ্জাবে আসেন মালিক। মালিকই রমেশ বাবুকে দায়িত্ব দিয়েছেন গাড়ির দেখাশোনা করার। যেহেতু ওই গাড়িটি ডিজেল গাড়ি, তাই কিছু দিন অন্তর একবার স্টার্ট না দিলে গাড়ি অকেজ হয়ে পড়বে। সেই কারণেই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রমেশবাবু। পথে তিনি দেখেন ডিপোতে তাঁর ছেলেমেয়ে গম নিতে দাঁড়িয়ে আছেন। তাঁদের সাহায্য করতেই তিনি গাড়ির পিছনে বোঝাই করেন সেই গম। তারপরেই সেই ভিডিও হয় ভাইরাল, শুরু হয় হাজারো বিতর্ক।

আরও পড়ুন: TET Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল

রমেশবাবু গাড়ির কাগজপত্র দেখান, এবং দাবী করে বলেন এই গাড়িও তাঁর নয়, এই লাক্সারি জীবন কাটানোও তাঁর পক্ষে সম্ভব নয়।