ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ভারতে ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। ভারতে ২১ জনের শরীরের মিলেছে ওমিক্রনের উপপ্রজাতি জেএন.১। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট ভাইরাস বিশেষজ্ঞ সৌম্য স্বামীনাথন। সংক্রমণে রাশ টানতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, হাসপাতালগুলিতে আক্রান্তের ভিড় বাড়তে পারে বলে দিয়েছেন সতর্কবার্তা।
কেরলে করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্ত কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান রাজীব জয়দেবন। তিনি জানিয়েছেন, কোচিতে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থদের পরীক্ষা করতেই দেখা যাচ্ছে, তাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করা পরীক্ষায় এই ধরনের রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন তিনি। এমনকি আক্রান্তদের প্রতিবেশী এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যেও করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। যার জেরে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ৩৫৮। নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুধু কেরল নয়, কর্নাটক, গুজরাত, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রেও নতুন করে অনেকেই সংক্রমিত হয়েছেন কোভিডে। বুধবার দেশে কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬১৪। যা গত ২১ মে-র পর থেকে সবচেয়ে বেশি।
করোনার নতুন এই সাব-ভ্যারিয়েন্টের উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, গন্ধ এবং স্বাদ হারানো। সেই সঙ্গে থাকবে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং বমির মতো উপসর্গগুলিও। এখনও পর্যন্ত ভারতে যে ২১ জনের শরীরে জেএন.১ জীবাণুর সন্ধান মিলেছে। এরমধ্যে ১৯ জন গোয়ার বাসিন্দা। একজন করে মহারাষ্ট্র ও কেরালার।