নিউজ ডেস্ক: ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের সংখ্যা। তবে কি আবার ফিরবে লকডাউনের স্মৃতি? সেই চিন্তা বাড়িয়ে দিয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস।
ডব্লিউএইচও-এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, করোনা ভাইরাস নতুন মারাত্মক ভেরিয়েন্টের মোড়কে ফিরতে চলেছে। এই ভেরিয়েন্ট আরও বেশি সংক্রামক হতে পারে। ফলে আগামী মাসগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তাই সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন: মানুষের লোভে নীড়হারা পাখির দল, বন্ধ হোক প্রকৃতি ধ্বংসের এই খেলা
করোনা কি সাধারন জীবনযাপনের অঙ্গ হতে চলেছে? এই প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ‘বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া হাঁটলে, আপনি ভিজে যাবেন, তাই সতর্কতা অবলম্বন করা উচিত। তেমনই মারাত্মক ভাইরাস যাতে না ছড়িয়ে না পড়ে তার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে।’
টেড্রোস আধানম ঘেব্রেইসাসের মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাস্ক পড়া ও সতর্কবিধি মেনে চললেই করোনার বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে।