অমিত শাহের ঘরে এ কাকে দেখা গেল !

নিউজ ডেস্কে : কন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহে এলেন মা মনসা! আসল ব্যাপার হল, পাঁচ ফুট লম্বা এক সাপ ঢুকে পড়েছে অমিত শাহের ঘরে। সাপ দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। তবে সাপটির বিষ ছিল না বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এত পাহারার মধ্যেও এত বড় সাপ ঢুকল কীভাবে ?

জানা গেছে, সাপটি ছিল চেকারড কিলব্যাক। যাকে আমরা বাংলায়ে ঢোড়া বা জলঢোড়া সাপও বলে থাকি। এই সাপ প্রধানত হ্রদ, নদী এবং পুকুর, নালা, কৃষি জমি, ইত্যাদিতে জায়গায় দেখা যায়।

সাপটি প্রথম নিরাপত্তা কর্মীদে চোখে পড়ে। তাদের ঘরের বাইরেই ঘুরছিল জলস্থল প্রাণীটি। তারপর বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণ দফতরে খবর পাঠানো হয়। ওয়াইল্ডলাইফ এসওএস তরফ থেকে দুই সদস্যের একটি দলকে পাঠান হয় ঘটনাস্থলে। তারাই জানান সাপটি বিষহীন। এরপর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তাঁরা।

আরও পড়ুন : কালীপুজোর আগেই ধামাকা, ৮৪০ কেজি নিষিদ্ধ আতসবাজি পাচার আটকালো পুলিশ!

সূত্রের খবর, ওয়াইল্ডলাইফ এসওএস এর সিইও কার্তিক সত্যনারায়ণ বলেছেন – “আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কর্মরত নিরাপত্তা কর্মীদের কাছে কৃতজ্ঞ, এই জরুরি পরিস্থিতিতে আমাদের জানানোর জন্য । এইরকমই তৎপরতার সঙ্গে অন্যদের এমন সাপ দেখলে খবর দেওয়া উচিত। এই ঘটনাকে উদাহরণ হিসেবে গ্রহণ করা দরকার। প্রায়শই শহরাঞ্চলে বন্যপ্রাণীর দুর্দশা চোখে পড়ে। কারণ লোকজন বন্যপ্রাণীদের উপদ্রব বলে মনে করে , তাই তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে “

আরও পড়ুন : “যখন কেউ হ্যারি পটার দেখবে, হয়তো তখন আমি থাকবোনা”, কিন্তু হ্যাগ্রিড থাকবে: রবি