Supreme Court

Sandeshkhali Case: ‘কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার’- প্রশ্নবাণ শীর্ষ আদালতের!

ইউ এন লাইভ নিউজ: সন্দেশখালিকাণ্ডে তদন্ত চালাবে সিবিআই। রাজ্য সরকারের আর্জি খারিজ করে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। এমনকি শীর্ষ আদালতের সামনে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকার কে। কেন শুধুমাত্র একজন কে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার? সেই প্রশ্নের জবাবদিহিও চাইলো কোর্ট।

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার ও জমি দখল সংক্রান্ত অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাই কোর্ট। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং গত ২৯ এপ্রিল আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় তাঁরা। আবারও দুমাস পর সোমবার মামলাটি উঠল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে।

সন্দেশখালির ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত শাহজাহান শেখ কে রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করার অভিযোগ অনেক আগেই উঠেছিল। এবার সুপ্রিম কোর্টও সোমবার তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতিরা প্রশ্ন করলেন, কেন এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এর প্রেক্ষিতে আদালতে জানান, শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি এফআইআর হয়েছে যার মধ্যে রয়েছে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও। চার্জশিটও দেওয়া হয়েছে ৪২টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনও ভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে।