ইউ এন লাইভ নিউজ: দেশে তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। এর মধ্যেই খবর উঠে আসছে I.N.D.I.A জোটের রাজনৈতিক দলগুলি আবার একজোট হতে পারে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির শীর্ষ নেতা-নেত্রীর সাথে কথা বলেছেন।
জানা যাচ্ছে, অবশিষ্ট দফাগুলির নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটকে চাঙ্গা করে তোলার মরিয়া চেষ্টা করছে কংগ্রেস। একযোগে বিরোধীদের সম্মিলিত কণ্ঠস্বর পৌঁছে দিতে চাইছে রাজধানীর মসনদে। মূলত ভোট শতাংশের ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতেই বিরোধীদের ঐক্যবদ্ধ করতে চাইছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
শোনা যাচ্ছে, মল্লিকার্জুন খাড়্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও বিভিন্ন পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশে দেরির কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। সব বিরোধী দলগুলির উদ্দেশ্যে খাড়্গের বার্তা, ‘’লোকসভা ভোটের প্রথম ও দ্বিতীয় দফার চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশে নির্বাচন কমিশনের তরফ থেকে এতটা দেরি হওয়ার এই ঘটনা সম্ভবত ইতিহাসে এই প্রথমবার এমন ঘটল।”
প্রসঙ্গত উল্লেখযোগ্য, লোকসভা ভোটের প্রথম দুই দফার চূড়ান্ত ভোট শতাংশ নির্বাচন কমিশন প্রকাশ করেছিল গত ৩০ এপ্রিল। যা ছিল প্রথম দফার ভোটগ্রহণের ১১ দিন পর এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণের ৪ দিন পর। বিরোধীদের দাবি, সাধারণভাবে ভোটগ্রহণ পর্বের ১ দিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোট শতাংশের তথ্য প্রকাশ করে দেয়। তবে এবারে কেন এতটা দেরি হল, সেই নিয়ে ইতিমধ্যেই বহু অ-বিজেপি দলগু সরব হতে শুরু করেছে। এবার সেই ইস্যুকেই হাতিয়ার করে ‘ইন্ডিয়া’ জোটকে পুনরায় সম্মিলিত করতে এবং একযোগে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হতে চাইছে কংগ্রেস।
Leave a Reply