sukanta-santanu

Modi Cabinet: মোদির মন্ত্রীসভায় কি ঠাঁই পাচ্ছেন এই বাঙালি সাংসদ?

ইউ এন লাইভ নিউজ: নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা করে নিচ্ছেন দুইজন নব নির্বাচিত সাংসদ। বনগাঁর শান্তনু ঠাকুর ও বালুরঘাটের সুকান্ত মজুমদার। গেরুয়া শিবির সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফ থেকে এই খবর এখনও ঘোষিত হয়নি। জানা যাচ্ছে, সুকান্ত ও শান্তনু কেউই পূর্ণমন্ত্রী হচ্ছেন না। দুজনেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ পেতে চলেছেন। কোন দপ্তরের দায়িত্ব এবার তাঁরা পান, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের আগে নিজের বাসভবনে কয়েকজন সাংসদকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এরপরই রাজধানীতে জল্পনা রটেছে বলে খবর পাওয়া গিয়েছে , চা চক্রে যাঁদের নিমন্ত্রণ জানিয়েছেন, তাঁরা মন্ত্রিসভায় থাকছেন। প্রায় দেড় ঘণ্টা ভাবী মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি। এই বৈঠকে শান্তনুর পাশাপাশি ছিলেন সুকান্ত মজুমদারও। সূত্র মারফত খবর, আজ ৫০ জন মন্ত্রী শপথ নিতে পারেন।