সামনের সপ্তাহ থেকেই কলকাতায় আসছে শীত,পারদ নামবে নিচের দিকে

নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরে শহরে কুয়াশা দেখা যাচ্ছিল, যা এখন হঠাত্‍ উধাও। এর কারণ, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। নিম্নচাপের কারণে বাংলায় শীতের প্রবেশ থমকে যেতে পারে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস।

বাঙালির ভালোবাসার শীত আসব আসব করছে। তাপমাত্রা কমতে পারে সপ্তাহের শেষে, জানাল আবহাওয়ায় দফতর। কলকাতা বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকার কথা আকাশের। হালকা গরম থাকবে বিরাজমান। ২১ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা।

আরও পড়ুন: জি লে জারা : এক ফ্রেমে বলিউডের ৩ ল্যাসময়ী নায়িকা, দেখুন তাদের ছবি

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানান হয়েছে, আগামী শনিবার থেকে কলকাতা-সহ সারা রাজ্যের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমার সম্ভাবনা আছে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ১২ নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ২-৪ ডিগ্রি পর্যন্ত।

অন্যদিকে ঘূর্ণাবর্ত নিকোল পূর্ব ফ্লোরিডায় দিকে যাচ্ছে। এর ফলে বেশকিছু স্থানে ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এর প্রভাব বঙ্গে তেমন পড়বে না বলে জানান হয়েছে।

আরও পড়ুন: পথে প্রতিবাদে ২০১৪-র উত্তীর্ণরা! হয় নিয়োগ নয় মৃত্যু,দাবি আন্দোলনকারীদের