নিউজ ডেস্ক: ভারতের আর্থিক বৃদ্ধিতে ইতিবাচক সম্ভাবনার কথা জানাচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে কোভিড অতিমারীর পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিন-তাইওয়ান সঙ্ঘাত। বিশ্বস্তরে মূল্যবৃদ্ধিতে এর প্রভাব অনেকটাই গুরুতর। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের আর্থিক বৃদ্ধির চমকপ্রদ সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। মঙ্গলবার প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর এক বিবৃতি অনুযায়ী, চলতি (২০২২-২৩) অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াবে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা বলা হয়েছিল ৬.৫ শতাংশ।
চলতি বছরের জুন মাসে ‘বিশ্ব অর্থনীতির সম্ভাবনা’ (গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস) সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্টে বলা হয়, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। অক্টোবরের পূর্বাভাসে তা ১ শতাংশ কমে গেলেও নভেম্বরে বেড়েছে ০.৪ শতাংশ। প্রসঙ্গত, অতিমারির প্রভাব কাটিয়ে গত অর্থবর্ষে (২০২১-২২) ভারতে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।
তবে বিশ্ব জুড়ে মূল্যবৃদ্ধির অস্বস্তি কিছুতেই কমছে না। বিশ্বব্যাঙ্ক বলছে, চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৭.১ শতাংশে পৌঁছতে পারে। বিশ্বব্যাঙ্কের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেছেন, “বিগত ১০ বছরের তুলনায় ভারত অনেক শক্তিশালী। গত এক দশকের বিভিন্ন আর্থিক পদক্ষেপ ভারতকে বিশ্ব অর্থনীতির প্রথম সারিতে নিয়ে এসেছে।”
কিছুদিন আগেই জিডিপির হারে চিনকে পিছনে ফেলেছিল ভারত। এবার বিশ্ব অর্থনীতির প্রথম সারির দেশ গুলিকে কি পিছনে ফেলবে ভারতের অর্থনীতি? নজর থাকবে।
Leave a Reply