নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্ববাসী। এই ফুটবল জ্বরের কাঁপুনি থেকে বাদ যায়নি ‘সিটি অফ জয়’ও।কাতার থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে কলকাতায় বিশ্বকাপ নিয়ে বসছে জুয়ার আসর। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইতিমধ্যেই ধৃত ৫ জন ধরা পড়েছেন।
ইলিয়ট রোডের ‘হীরা ইন্টারন্যাশনাল’ হোটেল। যেখানে বসেছিল বিশ্বকাপ ফুটবলের অনলাইন জুয়ার আসর। সূত্রের খবর, জুয়ার আসরের খোঁজ পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালায় কলকাতা পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় চার জনকে। বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের জেরা করে হাওড়ার বাসিন্দা বিজয় আগরওয়ালের নামও পায় পুলিশ এবং ওই রাতেই গ্রেফতার করা হয় বিজয়কেও।
কী বলছে লালবাজার?
লালবাজার পুলিশ সূত্রের খবর, এই সম্পূর্ণ অনলাইন জুয়ার আসরের মাথা বিজয় আগরওয়াল। ইতিমধ্যেই, ধৃতদের জেরা করে পুলিশ। এই চক্রের বিস্তার সম্পর্কে বিশদে জানা, এটাই প্রথম পদক্ষেপ। কত টাকার লেনদেন হয়েছে ওই আসরে, কোন কোন মাধ্যমে টাকা লেনদেন করা হত, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হত কি না, সেদিকেও নজর রয়েছে পুলিশের।
এর আগে ক্রিকেট বিশ্বকাপ নিয়েও অনলাইন জুয়ার ঠেক আয়োজিত হয়েছিল কলকাতায়। সেখানেও খোঁজ পেয়ে হানা দিয়েছিল পুলিশ। গ্রেফতার হন একাধিক ব্যক্তি। এ বার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করেও অনলাইন জুয়ার আসর বন্ধ করতে সক্ষম হল কলকাতা পুলিশ।
Leave a Reply