FIFA World Cup 2022: জার্মানি-উরুগুয়ে নেই, এবার ট্রফি জয়ের শেষ পর্বের দৌড়

স্পোর্টস ডেস্ক: ঘটনা আর অঘটনে শেষ হয়ে গেল গ্রুপ পর্বের খেলা। দুই সপ্তাহের গ্রুপ লিগের খেলা শেষ। ৩২ দলের মধ্যে ১৬ দলের বিদায় হয়ে গেছে। সেই তালিকায় রয়ে গেল – জার্মানি, উরুগুয়ে। খেতাবের দাবিদার দুই দেশের ছুটি হয়ে গেল। বৃহস্পতিবার আর শুক্রবার পরপর একই অবস্থার মধ্যে দিয়ে জার্মানি আর উরুগুয়ে দেশে ফেরার বিমান ধরে ফেললো।

যে ১৬ দলের লড়াই:
নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, সেনেগাল, জাপান, ক্রোয়েশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মরক্কো, স্পেন, পর্তুগাল আর সুইজারল্যান্ড।

কে,কবে-এবার কার বিপক্ষে নক আউট পর্যায়ে খেলতে নামছে, সেটা দেখে নেওয়া যাক।

প্রি কোয়ার্টার ফাইনাল:

  • ৩ ডিসেম্বর (শনিবার) – নেদারল্যান্ডস বনাম আমেরিকা ( রাত ৮.৩০ মিনিট) ; খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
  • ৩ ডিসেম্বর (শনিবার)-আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রাত ১২.৩০ মিনিট); আহমেদ বিন আলি স্টেডিয়াম।
  • ৪ ডিসেম্বর (রবিবার) – ফ্রান্স বনাম পোল্যান্ড ( রাত ৮.৩০ মিনিট) ; আল থুমামা স্টেডিয়াম।
  • ৪ ডিসেম্বর (রবিবার) – ইংল্যান্ড বনাম সেনেগাল ( রাত ১২.৩০ মিনিট) ; আল বায়েত স্টেডিয়াম।
  • ৫ ডিসেম্বর (সোমবার) – জাপান বনাম ক্রোয়েশিয়া ( রাত ৮.৩০ মিনিট) ; আল জানিয়ুব স্টেডিয়াম।
  • ৫ ডিসেম্বর (সোমবার)-ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (রাত ১২.৩০ মিনিট); স্টেডিয়ামে ৯৭৪।
  • ৬ ডিসেম্বর (মঙ্গলবার) – মরক্কো বনাম স্পেন ( রাত ৮.৩০ মিনিট) ; এডুকেশন সিটি স্টেডিয়াম।
  • ৬ ডিসেম্বর (মঙ্গলবার) – পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ( রাত ১২.৩০ মিনিট) ; লুসাইল স্টেডিয়াম।

ছবি: সৌ টুইটার।