ইউ এন লাইভ নিউজ: ভোট গণনা কড়া নজরদারিতে এবং নির্বিঘ্নেই হবে। গণনার আগের দিন সাংবাদিক বৈঠক করে এমনই জানাল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে জানিয়েছে দেশের সর্বত্র স্ট্রং রুমে কডা নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, এখনও পর্যন্ত ভোট গণনায় কোনও ট্র্যাক রেকর্ড খারাপ করেনি কমিশন। এবারও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গেই গণনা সম্পন্ন হবে বলে দাবি করেছেন তিনি।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, দেশের ৬৪.২ কোটি মানুষ ২০২৪-র লোকসভা ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখনও পর্যন্ত বিশ্বে যা রেকর্ড। গোটা বিশ্বে এর আগে কোনও দেশে এতো ভোটাধিকার প্রয়োগ করেননি। ৩৩ কোটি মহিলা এবং ৩৩ কোটি পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতো সংখ্যক মহিলা ভোটার ভোটদান করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য আধিকারীকরা। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সমান মহিলা ভোটার ভারতে ভোট দিয়েছে এই সাধারণ নির্বাচনে। সেই সঙ্গে জম্মু কাশ্মীরে সর্বাধিক ভোটদান হয়েছে বলে জানিয়েছেন তিনি। ৩৭০ ধারা বাতিলের পর প্রথম সাধারণ নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়েছে জম্মু এবং কাশ্মীর এবং তাতে সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনারের এই সাংবাদিক বৈঠকে ইভিএম নিয়ে বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার শুরু হবে ভোট গণনা। তার আগে ইভিএমগুলি কতটা সুরক্ষিত রয়েছে তা নিয়ে বারবার বাংলায় প্রশ্ন তুলেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। বাম নেতা মহম্মদ সেলিম অভিযোগ করেছেন ভোট গণনা কেন্দ্রে যাতে বাম এজেন্টরা যেতে না পারেন সেকারণে হুমকি মেসেজ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্ট্রং রুমের নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত এবং নিশ্ছিদ্র বলে দাবি করেছে নির্বাচন কমিশন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে গোটা দেশের সব স্ট্রং রুমে। সেই সঙ্গে সিসিটিভি মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। কীভাবে ভোট গণনা ইভিএমে করা হয় ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রার্থীদের তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।