নিউজ ডেস্ক: যোগী সরকার উত্তরপ্রদেশের স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের বই বিতরণের উদ্যোগ নেয়। প্রায় আড়াই থেকে তিন লক্ষ ছাত্র ছাত্রীকে দেওয়া হয়েছে বই। তবে বাড়িতে গিয়ে যখন পঞ্চম শ্রেণির ছেলে মেয়েরা সেই বই খুলল, দেখা গেল বইতে দেশের জাতীয় সঙ্গীত ছাপা হয়েছে ভুল ভাবে।
এমন ঘটনাই ঘটল উত্তরপ্রদেশে। জাতীয় সঙ্গীতে ভুল। কী ভুল করেছিল তাঁরা জাতীয় সঙ্গীতে? দেখা গিয়েছে, পঞ্চম শ্রেণির হিন্দি টেক্সট বইতে, যেখানে জাতীয় সঙ্গীত ছাপা হয়েছে, সেখানে ‘উৎকল’এবং ‘বঙ্গ’ এই দুটি শব্দ লেখাই নেই। অর্থাৎ সেখানে জাতীয় সঙ্গীত কিছুটা এমন ভাবে লেখা, যেখানে “পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়” কথাটির পর, সরাসরি লেখা হয়েছে “বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা..”। মাঝে উৎকল বঙ্গের অসম্পূর্ণতা চোখেই পড়েনি কর্তৃপক্ষের।
আরও পড়ুন: সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের শো রুমে আগুন লাগার ঘটনায় গ্রেফতার চার
জাতীয় সঙ্গীতে ভয়ংকর এই ভুল নজরে আসতেই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রিপোর্ট তলব করা হয়েছে শিক্ষা দফতরের সচিবের কাছে। এদিকে, শিক্ষা দফতরের আধিকারিকের বক্তব্য, এই ভুল হয়েছে প্রকাশক সংস্থার তরফেই। তাঁরাই ভুল জাতীয় সঙ্গীত ছেপেছে বলে তাঁর দাবি। প্রকাশক সংস্থার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননা করার মামলা রুজু হয়েছে, আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে সরকার।
ভয়ানক এই ভুলের পর, উত্তরপ্রদেশের শিক্ষা দফতর জানিয়েছে, বিকৃত জাতীয় সংগীতের ওই পাতাটি, নতুন করে ছাপিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। প্রথমে ঠিক হয়েছিল পুরো বইটি নতুন করে ছাপানো হবে। তবে তারপর সিদ্ধান্ত হয়েছে ওই নির্দিষ্ট পাতাটিই সংশোধন করে ছাপিয়ে দেওয়া হবে। তাতে যেমন খরচ কমবে, তেমন স্কুলে স্কুলে পৌঁছতে সুবিধাও হবে কর্তৃপক্ষের।
আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান: পুলিশের ভূমিকা নিয়ে সরকারের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Leave a Reply