ইউ এন লাইভ নিউজ: উত্তর মালদহ কেন্দ্রের তৃণমূল কেন্দ্রের প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়। এলাকায় তাঁর ঘনিষ্ঠ তথা ‘ভোট ম্যানেজার’ হিসেবে পরিচিত ‘প্রভাবশালী’ নেতা শেখ ইয়াসিন। ‘জোড়াফুলে ভোট’ দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করতে দেখা যায় তাঁকে। রতুয়া বিধানসভার হলদিবাড়ি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন তাঁদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সেই সময়ে সেখানে উপস্থিত হয়ে ইয়াসিন গ্রামবাসীদের প্রভাবিত করেন শাসকদলকে ভোট দেওয়ার জন্য।
গ্রামবাসীরা জানান, তৃণমূলের কর্মী-সমর্থকরা গতকাল রাত থেকেই বাড়ি বাড়ি এসে শাসিয়ে দিয়ে যাচ্ছে। ভয় দেখাচ্ছে ভোট না দিতে যাওয়ার জন্য। টিএমসির ওপর তাঁদের আরও আরোপ, ভোটের দিন তাঁদের ভোট দেওয়া থেকে আটকানো হচ্ছে এবং হাতের কাগজ কেড়ে নিয়ে বাড়ি চলে যেতে বলা হচ্ছে। কংগ্রেস প্রার্থীর এজেন্ট অভিযোগ করেন, “আমরা দুজন এজেন্ট ছিলাম। কাগজপত্র নিয়ে যখন বুথের ভিতরে ঢুকতে যাচ্ছি তখন বাধা দেয় তৃণমূলের গুণ্ডারা।”
অন্যদিকে, শেখ ইয়াসিন বলেন, “আমি তো আমার এলাকাতেই ঘুরে বেড়াচ্ছি…।” এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় আসেন সিআরপিএফ জওয়ানরা। তাঁরা ইয়াসিনকে এলাকার বাইরে চলে যেতে বলেন। সেই সময়ে শেখ ইয়াসিন নিজেকে ‘সমাজসেবী’ বলে দাবি করে জওয়ানদের উদ্দেশ্যে বলেন, “আমি তো সমাজকর্মী। নিজেদের কাজ করুন আপনারা…”
Leave a Reply