ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে রাজ্যে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি বাঙালির চারটি সমাবেশ করেছেন। মোদির প্রথম জনসভা ছিল বারাকপুরে, বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে, যেখানে তিনি ধর্মকে ভিত্তি করে সংরক্ষণ নয়, রাম নবমী পালন এবং অন্যান্য বিষয়গুলির মধ্যে সিএএ(CAA) কার্যকর সহ পাঁচ গ্যারান্টির কথা বলেছিলেন। এদিকে, আমডাঙ্গায়, টিএমসি প্রার্থী পার্থ ভৌমিকের জন সমাবেশ থেকে পাল্টা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি কটাক্ষের শুরে বলেন ‘হিংসুটে, কুচুটে।’ সিএএ (CAA) লাগু করা নিয়ে আক্রমনাত্মক সুরে মমতা বলেন ”মতুয়াদের সিএএ(CAA) করা যাবে না। ওঁরা ইতিমধ্যে নাগরিক। আপনি ওঁদের ভোটে জিতেছেন। লজ্জা করে না? মনে রাখবেন, মতুয়াদের গায়ে হাত দিলে আমার গায়েও হাত পড়বে।” রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রতিরোধের উদ্দেশ্যে কার্যত ধর্মীয় তুষ্টিকরণের রাজনীতিকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। রামনবমী পালন, ‘জয় শ্রীরাম’ স্লোগান, সিএএ ইত্যাদি ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। তার খানিক পরেই আমডাঙার নির্বাচনী সভায় মোদি ‘গ্যারান্টি’র পালটা জবাবে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জোর দিয়ে বলেছেন ”যখন আমি এখানে সভার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেসময় বারাকপুরের ভাটপাড়ায় প্রধানমন্ত্রী সভা করেছে ভাষণ দিয়েছেন। শুনলাম উনি নাকি মোদি গ্যারান্টির কথা বলেছেন। কী গ্যারান্টি? বলেছেন, সিএএ (CAA) লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি, মতুয়াদের জন্য সিএএ (CAA)হবে না। মনে রাখবেন, ওঁরা নাগরিক, ওঁদের ভোটে আপনি জিতেছেন। আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন।” শুধু ধর্মকে ভিত্তি করে নয় তপশিলী জাতি-উপজাতিদের জন্যই সংরক্ষণ থাকবে। মোদির এই মন্তব্যের পাল্টা উত্তরে মমতা বলেন ”বলা হয়েছে, সংখ্যালঘুরা তপসিলি জাতি-উপজাতিদের সংরক্ষণে ভাগ বসাবে। কেন বসাতে যাবে? এই কথা এমন সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দাঁড়িয়ে বলতে পারবেন? পারবেন না। আমি বলছি, মুসলিমদের জন্য যেমন যা সুবিধা আছে, তা থাকবে। তপসিলিদের জন্য যা আছে, থাকবে। সংরক্ষণের সুবিধা আরও বাড়বে, কমবে না।”
সন্দেশখালি নিয়ে মোদির করা মন্তব্যেরও পাল্টা জবাব দেন মুখমন্ত্রী তার কথায় ‘‘এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? মোদী হারছেন, মোদী বিদায় নিচ্ছেন।’’ এছাড়াও ১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা না দেওয়ারও অভিযোগ নিয়ে আক্রমনাত্মক শুরে কথা বলেছে তিনি।
Leave a Reply