‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের তুলনায় বেশ অন্যরকম বাল্যবিবাহ তারপর একে অপরের প্রতি ভালবাসা সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছে অন্যরকম গল্প। মানিক স্কুলের পড়া বুঝতে পারে না বলে তার স্ত্রী কমলাকে কমলাকান্ত সাজিয়ে নিয়ে গিয়েছিল।
তারপর ঘটে গিয়েছে নানান কান্ড। তাকে এবং তার স্ত্রীকে অনেকেই জব্দ করার চেষ্টা করেছিল তাই মানিকের বাবা সিদ্ধান্ত নিয়েছে মানিককে আর ওই স্কুলে পড়াবে না। বউ মানুষ স্কুলে যাচ্ছে বলে মানিকের পিসিরা তাকে অনেক শাস্তি দিতে চেয়েছিল কিন্তু গুরুদেব এসে বাঁচিয়ে নেয়।
আর তারপরেই কমলার বাবা চিঠি লিখে কমলা এবং জামাই সহ সপরিবারে জামাইষষ্ঠী আমন্ত্রণ জানিয়েছে। ঠিক সেই জন্যই কমলা মানিক এবং সবাই মিলে এমন কি কমলার মেজ পিসি শাশুড়ি এবং তার পরিবার ও সবাই মিলে চলল জামাই ষষ্ঠী খেতে।